শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
যশোরের মণিরামপুরে ২৮বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ।বৃহস্পতিবার(৮ নভেম্বর)রাতে মণিরামপুর উপজেলার হাকোবা ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন যশোরের চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামের মোঃ আইয়ুব আলীর স্ত্রী ফাতেমা বেগম (৩৭) ও যশোরের অভয়নগর উপজেলার কাদিরপাড়া গ্রামের মৃত মোমিন শেখের ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩৫),
অভিযানে নেতৃত্ব দেওয়া (এএসআই)শ্যামল সরকার বলেন, বৃহস্পতিবার রাতে মণিরামপুর থানাধীন হাকোবা ঈদগাহ পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটির সময়(এস.আই) প্রসেনজিৎ কুমার মন্ডল, (এস.আই) মলয় বসু, (এএসআই) সোহেল রানা পারভেজ, একটি ইজিবাইক থামানোর সংকেত দিলে চালক পুলিশের উপস্থিতি টের পাইয়া দ্রুত ইজিবাইক চালাইয়া পালানোর চেষ্টাকালে তাকে ধাওয়া করে আটক করা হয় ।এসময় ইজিবাইকে যাত্রীবেসে বসে থাকা ফাতেমা খাতুনের কাছে থাকা একটি টিস্যু কাপড়ের শপিং ব্যাগ তল্লাশি চালিয়ে ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।আটকরা জিজ্ঞাসাবাদে জানায় তাহারা পরস্পর সহায়তায় উক্ত ইজিবাইক ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ যশোর জেলার বিভিন্ন এলাকায় ফেন্সিডিল ক্রয়–বিক্রয় করিয়া আসিতেছিল।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার ও সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল জনাব আশেক সুজা মামুন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক নিয়োমিত অভিযানের অংশ চেকপোষ্ট ডিউটির সময় হাকোবা ঈদগাহ এলাকা থেকে ২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এই ব্যাপারে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছি আমরা।