রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন
গুডিয়ে দিলো এসিল্যান্ড চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ জেএম সিকদার পাড়ায় সরকারি কালভার্টের জায়গায় পানি চলাচলের পথ বন্ধ করে দোকান নির্মাণ করায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় অবৈধ দখলকৃত জায়গাটি এক্সকেভেটর দিয়ে উচ্ছেদ অভিযান করে দোকানটি গুডিয়ে দেওয়া হয়। আজ (৭ আগস্ট) রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ ইদ্রিস, পুলিশ বাহিনীর সদস্য,স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার চুনতি ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ জেএম সিকদার পাড়ায় হোসেন আহম্মদের পুত্র এরফান সওদাগর প্রভাব কাটিয়ে সরকারি কালভার্টের জায়গায় পানি চলাচলের পথ বন্ধ করে দোকান নির্মাণ করছিল।
নির্দেশনা দেওয়া সত্বেও না সরানোর কারণে মোবাইল কোর্ট পরিচালিত করে অবৈধ দখল থেকে মুক্ত করে পানি চলাচল উপযোগী করে দেওয়া হয়। এসময় দোকান গুডিয়ে দেওয়া হয়।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।