রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে ২৬হাজার ২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে উপজেলাগুলোকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল (২১ জুলাই) বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ঘরগুলোর শুভ উদ্বোধন করেন তিনি।
তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়ও আনুষ্ঠানিকভাবে ৫১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়। এই ৫১টি সহ লোহাগাড়ায় বিভিন্ন ধাপে মোট ৩৮৪ পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে এবং উপজেলাকে বর্তমানে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।
উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত দলিল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্ন গুলোকে পরিপূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে গতকাল (২১ জুলাই) বৃহস্পতিবার সারাদেশের বিভিন্ন উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপকারভোগী পরিবারের উদ্যোশ্যে তিনি বলেন, যারা এক বছর আগে মুজিব বর্ষ উপলক্ষে ঘর পেয়েছিল তারমধ্যে অনেক ঘরে বর্তমানে তালা ঝুলছে বলে অভিযোগ শুনা যাচ্ছে। তাই এবারে যারা ঘর পেয়েছেন আপনারা ঘর গুলোকে যথাযথ মূল্যায়ন করবেন। বাড়ির আশপাশে সব্জি চাষ করে জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন।
আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। লোহাগাড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করায় উপজেলা পরিষদ এবং লোহাগাড়া বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো করে বিশ্বের দরবারে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক লোহাগাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা দিয়েছেন নিঃসন্দেহে এটি লোহাগাড়াবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও সুখের বিষয় এবং অবিস্মরণীয় হয়ে থাকবে। আজও ৫১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দলিলপত্রসহ জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। এ পর্যন্ত উপজেলায় ৩৮৪ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করে লোহাগাড়াকে গৃহহীন- ভূমিহীন মুক্ত ঘোষণার মধ্য দিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।