মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কক্সবাজার জেলা শহর থেকে সেন্ট মার্টিনের দূরত্ব ১২০ কিলোমিটার-এ দ্বীপের আর্তনাদ শুনতে কি পাও মহাদেবপুরে নাদিম টেলিকমে চাঞ্চল্যকর চুরি, কিশোর চোর আটক নওগাঁয় সরিষা ক্ষেত থেকে আশরাফুল নামে এক যুবকের লাশ উদ্ধার নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’— শাকসু–ব্রাকসু সচলের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের স্লোগান নেত্রকোনায় নিরাপত্তার আশ্বাসে খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরেছে ভোটের আস্থা নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিভাগীয় কমিশনার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের উন্নয়নের ছোয়ায় পাল্টে গেছে পৌরসভা দৃশ্যপট নেত্রকোনায় সংস্কৃতি মঞ্চ-এর উদ্যোগে গুণীজনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’— শাকসু–ব্রাকসু সচলের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের স্লোগান

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি:
“হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না”—এই স্লোগানে মুখর হয়ে ওঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস। শাকসু নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে এবং শাকসু ও ব্রাকসু নির্বাচনী কার্যক্রম পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি আবু সাঈদ গেট প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। মিছিল চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখর করে তোলেন। সে সময় শিক্ষার্থীদের কণ্ঠে“হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না”,
“৯ দফার এক দাবি, সব ক্যাম্পাসেই সংসদ”,
“ছাত্র সংসদ চাই, দিতে হবে দিতে হবে”—
এমন স্লোগান শোনা যায়।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী আহমাদুল হক আলভী বলেন,
“আমরা দেখেছি, যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠিত হয়েছে, সেখানে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। শাকসু ও ব্রাকসু নির্বাচন বন্ধের পেছনেও ষড়যন্ত্র রয়েছে। ইসি অফিসের সামনে বিক্ষোভ এবং প্রশাসনিক চাপের মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে স্পষ্ট দাবি জানাই—শিক্ষার্থীদের অধিকার রক্ষা করে দ্রুত ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে।”
শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “পেশিশক্তির মাধ্যমে শাকসু নির্বাচন স্থগিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখনো কোনো দল ক্ষমতায় না এসেই যদি এমন আচরণ করে, তা উদ্বেগজনক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের বার্তা—ছাত্র-জনতার আন্দোলনের কারণেই আপনারা আজ এই অবস্থানে। অথচ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ছাত্র সংসদ আজও উপেক্ষিত। যারা এই দাবি বাস্তবায়নে বাধা হবে, তাদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন চলবে। আমরা চাই স্বচ্ছ, সুষ্ঠু ও সময়মতো শাকসু ও ব্রাকসু নির্বাচন।”
আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “জাতি আজ দেখছে কারা ছাত্র সংসদগুলোকে প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না। অতীতে ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল, শিক্ষার্থীরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এখন আবার নতুন করে নব্য ফ্যাসিবাদের চর্চা শুরু হয়েছে। আজ শাকসু নির্বাচন বন্ধ করে প্রশাসন আমাদের আস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।”
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে শাকসু ও ব্রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com