রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন
লোহাগাড়া উপজেলায় কর্মরত দুই সাংবাদিকদের কাছে চাঁদা দাবি ও সোশ্যাল মিডিয়ায় হেয় প্রতিপন্ন করায় এরশাদ হোসাইন ও মোহাম্মদ আলাউদ্দিন এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ (২৪ আগস্ট) বুধবার সকাল ১২ টায় লোহাগাড়া স্টেশনের হোটেল দি জামানের হলরুমে লোহাগাড়ায় কর্তব্যরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভিকটিম দৈনিক দেশের কন্ঠ পত্রিকার দক্ষিণ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম। লিখিত বক্তব্য তিনি বলেন, হত্যা ও চাঁদাবাজি মামলার আসামী এরশাদ হোসাইন এবং তাঁর সহযোগী মোহাম্মদ আলা উদ্দিন গত ২৮ জুলাই রাত ৯ ঘটিকার সময় ভিকটিম জাহাঙ্গীর আলম ও তার সহকর্মী কলিম উল্ল্যাহ কে ধরে নিয়ে গিয়ে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে কালি স্টাম্পে স্বাক্ষর নিয়ে তাঁদের মারধর করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাসিক চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা জানালে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।
তাঁদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ২টি চাঁদাবাজীর মামলা ও ১টি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলা গুলো আমলে নিয়ে সরজমিনে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য পিবিআই ও ডিবি চট্টগ্রাম কে নির্দেশ প্রদান করেন।
বর্তমানে মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্ন মহল থেকে ভিকটিমদের কে হুমকি ধমকি দিচ্ছে। তার জন্য লোহাগাড়ায় কর্তব্যরত সকল সাংবাদিক কে নিয়ে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভিকটিম জাহাঙ্গীর আলম ও কলিম উল্লাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এন এম আহম্মেদ মনির, সাধারণ সম্পাদক আবদুল খালেক, জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক রকসী সিকদার যুগ্মসাধারণ সম্পাদক সেলিম উদ্দিন খান সহ উপজেলার কর্মরত সকল সংবাদকর্মীরা।