সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি করেছে জেলা প্রাণীসম্পদ দপ্তর। শুক্রবার (১০ অক্টোবর) মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জামেয়া আরাবিয়া ইসলামিয়া টাইটেল মাদরাসা ও এতিমখানায় ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহীনুল হক, ভেটেরিনারি সার্জন, ডা. নিরোধ চন্দ্র সরকার। এছাড়াও এসময় প্রাণীসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ডিমের উপকারীতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।