বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
পারভেজ আলী মোহর যশোর অফিস:
জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে যশোরের চৌগাছায় দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্তরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সুভাস চন্দ্র, সহকারী প্রোগ্রামার আশরাফুল হক, শিক্ষক নাসির উদ্দীন, ফারুক আহম্মেদসহ শিক্ষার্থীরা।
মেলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল নিয়ে তাদের উদ্ভাবন উপস্থাপন করে।শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, এবিসিডি কলেজ, চৌগাছা সরকারী কলেজ, এস এম হাবিবুর রহমান পৌর কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, মৃধাপাড়া মহিলা কলেজ, চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, সলুয়া মাধ্যমিক বিদ্যালয়, সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়, হাজী মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়, মডেল মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়, কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়, পাতিবিলা হাজীশাহাজাহান মাধ্যমিক বিদ্যালয়, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়, ছাড়া মাধ্যমিক বিদ্যালয়। উদ্বোধন শেষে নির্বাহী কর্মকর্তা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। একই সাথে প্রদর্শিত উদ্ভাবন নিয়ে শিক্ষার্থীদের সাথে কথাবলেন।