শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার ঘূণী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের করুন মূত্যু।এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিবরণে জানা গেছে উপজেলার বসুন্দীয়া ইউনিয়নের ঘূণী মোল্লা পাড়ার বাসিন্দা রফিকুল ইসলামের দুই ছেলে আজ দুপুরে বাড়ির পাশে খেলা করছিল।
খেলা শেষে কোনো এক সময় দুই ভাই লোক চক্ষুর আড়ালে পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের কোনো সাড়া না পেয়ে খুজতে শুরু করে। এক পর্ষায়ে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে মূত্যুু অবস্থায় এলাকা বাসী উদ্ধার করে। এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।