রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন আগামী(১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসন (ইউএনও শরীফ উল্যাহ`র) উদ্যোগে লোহাগাড়া চক্ষু হাসপাতাল ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়েছে।
আজ (১০ আগস্ট) বুধবার সকালে লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন লোহাগাড়া চক্ষু হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চক্ষু সেবার উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতিকুর রহমান। ফ্রি চক্ষু চিকিৎসা সেবায় সভাপতিত্ব করেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ নওশেদ আহমেদ খাঁন। উদ্বোধনী অনুষ্ঠানে লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী মুুহাম্মদ আরমান বাবু রোমেল, আমিরাবাদ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুুহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী, হাসপাতালের পরিচালক মুুহাম্মদ রাশেদুল হক। উল্লেখ্য, আজ ১০ আগস্ট দিনব্যাপী এ চক্ষু ফ্রি চিকিৎসা সেবা চলবে।