নীলফামারীতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুন) প্রশাসকের সম্মেলন জেলা তথ্য কমিশনের আয়োজনে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার (সিনিয়র সচিব) ড. আব্দুল মালেক।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে প্রশিক্ষণে আরো বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক জে আর শাহরিয়ার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম ও নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘তথ্য পাওয়া মানুষের অধিকার। তাই কাউকে তথ্য প্রদানে হয়রানি করা যাবে না। নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া তথ্য দিতে কোনো সমস্যা নেই। কেউ যদি এই তথ্য দিতে অপারগতা প্রকাশ করে তাহলে আপিল করতে হবে। আপিলের মাধ্যমে সমাধান না এলে তথ্য কমিশনে অভিযোগ দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা তা সমাধান করে দেব। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এজন্য আইন করে জনগণকে তথ্য পাওয়ার স্বাধীনতা দিয়েছেন।’
প্রশিক্ষণে তথ্য কমিশন গঠন, তথ্য অধিকার আইন, তথ্য প্রদান, তথ্য প্রদানকারী কর্মকর্তা, আপিল, নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষনে জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন সহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তর ও গণমাধ্যমকর্মী সহ ৬০জন অংশগ্রহণ করে।
প্রশিক্ষণ শেষে নীলফামারী শিল্পকলা একাডেমিতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF