প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১০:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২২, ৭:২৯ অপরাহ্ণ
বিশ্বনবীকে কটুক্তি অবমাননায় মনিরামপুরে উলামায়ে কেরামের বিক্ষোভ সমাবেশ
সম্প্রতি ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কতৃক মহানবী হযরতমুহাম্মদ (সা.) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রাযি.) কেসম্প্রতি নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কট এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব ও প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছেন মনিরামপুরের আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লীরা।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের এই ঘটনা বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না।বিশ্বনবীর অবমাননার ঘটনা অসভ্যতাকেও হার মানিয়েছে। ভারত সরকারকে এর চরম মূল্য দিতে হবে।
নবী (সঃ) ও তার পরিবারের শানে এহেন অসভ্য কর্মকাণ্ডের জন্য সৌদী আরব, ওমান, বাহরাইন, জর্ডান,লিবিয়া,আফগানিস্তান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, কুয়েত, ইরানসহ বিভিন্ন মুসলিম বিশ্ব রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানালেও বিশ্বের অন্যতম মুসলিম প্রধান রাষ্ট্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি। আমরা বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন মনিরামপুর মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুফতী ইয়াহইয়া সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন মাদানী নগর মাদ্রাসার মুহতামিম মাওলানা রশিদ বিন ওয়াক্কাস সাহেব, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা ইব্রাহিম, মাওলানা তৈয়বুর রহমান, মনিরামপুর কারীমীয়া ক্যাডেট মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান কবীর সহ শত শত আলেম উলামা ও হাজার হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF