নড়াইল পৌরসভার পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু কাপে বেতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইবেকারে ৪-৩ গোলে ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা কাপে নড়াইল দক্ষিন-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইবেকারে ৫-৩ গোলে ডুমুরতলা সরকারিকে পরাজিত করে ।
আজ (১২ জুন) রবিবার সকালে নড়াইল পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালযের আয়োজনে নড়াইল শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বেলুন ও কবুতর উড়িয়ে এ টুর্নামেন্টের করেন প্রধান অতিথি জেল প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
নড়াইল পৌসভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমাউন কবির, জেলা ক্রিড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, পৌরসভার কাউন্সিলর মোঃ শরফুল আলম লিটু, সংরক্ষিত কাউন্সিলর ইপি রানী বিশ্বাস,সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী,সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক –শিক্ষার্থী ও খেলোয়াররা এ সময় উপস্থিত ছিলেন।এ প্রতিযোগীতায় পৌরসভার ১৫ টি বিদ্যালয়ের ১৫ টি দল অংশ গ্রহন করে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF