টাঙ্গাইল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে।গতকাল (১১ জুন) শনিবার বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা হয়।
প্রেসক্লাব মির্জাপুর এর সভাপতি নিরঞ্জন পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মো. কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, বীরমুক্তিযোদ্ধা দুর্লভ বিশ্বাস, সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন বাবর প্রমুখ। জেলা প্রশাসক তার বক্তৃতায় বলেন বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার।
সারাদেশে সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছেন। এ সময় তিনি আগামী সাত দিনের মধ্যে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তন শীতাতপ নিয়ন্ত্রনের ব্যবস্থা করে দেয়ার ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.