আওয়ামী লীগ কোনো দিন কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি, বারে বারে ষড়যন্ত্রের শিকার হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অন্ধকার, দুর্যোগ ও অমানিশার মধ্যে এগিয়ে যাওয়ার নাম বাংলাদেশ আওয়ামী লীগ।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রক্তে বাংলাদেশের মাটি আজও রক্তাক্ত হয়ে আছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভিমুখে উন্নয়নের পতাকা হাতে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু আমাদের চলার পথের অনুপ্রেরণা যোগাচ্ছেন।
আজ শনিবার দুপুরে ভোলা জেলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি আরো বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে হবে। সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক সেবক আওয়ামী লীগের নেতা হতে পারে না। দূষিত রক্ত থাকলে ফেলে দিতে হবে। আওয়ামী লীগে ভালো লোকের অভাব নেই, এখানে খরাপ লোক আনার দরকার নেই। সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতারা মিলে একটি সুন্দর ও গ্রহণযোগ্য ভোলা জেলা কমিটি করার আহ্বান জানান তিনি।
ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি।
এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাংলাদশে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুব হোসেন হুমায়ুন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী, আনিসুর রহমান, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF