ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে অবমাননা অশালীন মন্তব্য করার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সহস্রাধিক মুসল্লি।
গতকাল (১০ জুন) শুক্রবার বাদ জুম্মা ডোমার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে সহস্রাধিক মুসল্লি নিয়ে বিক্ষোভ মিছিলটি বেরকরে ডোমার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিএনপি নেতা মোঃ সুমন আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা রাকিব হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনু, এস.কে সোহেল, ডা. ওমর ফারুক, ছাত্রদল নেতা মজিদুল ইসলাম ও ছামিউল আরেফিন হৃদয় প্রমুখ।
বক্তারা বলেন, আমরা হৃদয়ে রক্তক্ষরন নিয়ে এই ময়দানে হাজির হয়েছি। তারা আমাদের প্রিয় নবীর চরিত্র ও তার স্ত্রীকে নিয়ে কটুক্তি করেছে। আমরা ডোমারবাসী আজ থেকে ভারতীয় সকল পন্য বর্জন সহ ভারতীয় আসা মিতালী এক্সপ্রেস ট্রেন বন্ধের দাবী তোলে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF