নড়াইলে ২দিন ব্যাপী জেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ (অনূর্ধ্ব -১৭ ) এর ফাইনাল খেলায় উভয় গ্রুপে নড়াইল পৌরসভা চ্যাম্পিয়ন হযেছে।
বৃহস্পতিবার বিকালে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া অফিস, নড়াইল এর আয়োজনে এ টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ (অনূর্ধ্ব -১৭) এর খেলায় নড়াইল পৌরসভা ২-০ গোলে নড়াইল সদর উপজেলাকে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ (অনূর্ধ্ব -১৭ ) এর খেলায় নড়াইল পৌরসভা-৬-০ গোলে নড়াইল উপজেলাকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধুরী,জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা ক্রিড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ সরকারি কর্মকর্তা , জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তাগন, ফুটবলপ্রেমি বিভিন্ন শ্রেনী পেশার দর্শক এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF