দেশের সিমানা ছাড়িয়ে এবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক বিকুল চক্রবর্তীর সংগৃহীত তথ্য ও ছবি দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী।
বাংলাদেশ সময় ৬ জুন সকালে ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
ইতালী আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করে।
মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাহবুবুজ্জামান আলিম, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য মোঃ নুরুল আমিন লিপু, জার্মান আওয়ামীলীগের নেতা হাফিজুর রহমান আলম, ফিনল্যান্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ূন কবির, ফ্রান্স আওয়ামী লীগের নেতা ইকবাল মোহাম্মদ জাফর ও ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা শাহাব উদ্দিন ভূঁইয়া, জাহিদ চৌধুরী বাবু, ডেনমার্ক আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শহীদ, প্রাক্তন সভাপতি লিংকন মোল্লা ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক সামি দাস।
এসময় সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের আরো প্রায় ১৫ জন নেতা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ডেনমার্কে বসবাসরত শতাধিক বাঙালি তাদের নতুন প্রজন্মকে নিয়ে উপস্থিত হন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন।
ইতালী আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন বলেন, ডেনমার্কে এই প্রথম মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী করেছেন সাংবাদিক বিকুল চক্রবর্তী। যার মাধ্যমে প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পেরেছে ডেনমার্কের প্রজন্মরা।
ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শহীদ বলেন, বিকুল চক্রবর্তী প্রতিনিয়ত ভয়াল সেই দিনগুলো প্রত্যক্ষ করে চলেছেন, শুধু নিজেই অবলোকন করছেন না আমাদেরও নিয়ে যাচ্ছেন একাত্তরে। দেখাচ্ছেন সেই ভয়ার্থ দিনগুলোর বিভৎসতা।
ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামি দাস বলেন, নতুন প্রজন্মকে জানান দিতে সুদূর বাংলাদেশ থেকে এখানে এসে বিকুল চক্রবর্তী আয়োজন করেন মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শণীর। ডেনমার্কে বসে আমরা আমাদের গৌরবের ইতিহাস জানতে পারলাম। আমাদের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা নিয়েছে। তিনি জানান, বিকুল চক্রবর্তীর প্রচেষ্টায় সংরক্ষিত হয়েছে অনেক গুলো বধ্যভুমি মুক্তিযুদ্ধের স্মৃতিময় অনেক স্থান। তাঁর কর্মকান্ডই এমন যে একাত্তরের পরে জন্মগ্রহণ করেও তিনি আমাদের গৌরবের মুক্তিযুদ্ধের অংশীদার করেছেন নিজেকে।
এ ব্যাপারে সাংবাদিক বিকুল চক্রবর্তী জানান, মুক্তিযুদ্ধের তথ্য সংরক্ষণের এখন প্রায় শেষ সময়। তিনি যতটুকু পারছেন সংরক্ষণ করছেন এবং সেই তথ্য দিয়ে আলোকচিত্র প্রদর্শনী করে প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF