প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে বিএনপি, জামাত জোটের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে নরসিংদীর রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযদ্ধ-৭১।
আজ সোমবার (৬জুন) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গলি প্রদিক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাদেক, সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযদ্ধ-৭১ এর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযদ্ধ-৭১ এরজেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা আরমান হোসেন, সুবেদার (অব:) ওয়াহিদ, আহসান উল্লাহ,আব্দুল হাসিম,বজলুর রহমান,মনিরুজ্জামান ইউসুফ,আজিজুর রহমান ভুইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি অহিদুজ্জামান পলাশসহ কয়েকশতাধিক মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তানগণ অংশগ্রহন করেন।
এর পূর্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযদ্ধ-৭১ এর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.