নরসিংদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনুর্ধ্য-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্য-১৭)-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ (৬ জুন) সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভুইয়া ষ্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ৪দিন ব্যাপী জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২ খেলায় রায়পুরা উপজেলার শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলোয়ারগন মনোহরদী উপজেলাকে ৪-০ গোলে পরাজিত করেন ।
এসময় উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আব্দুল মতিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী,নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, জেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুল হাসান মিন্টু, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লাইলী বেগম, জেলা মহিলা লীগ যুগ্ম সম্পাক বিলকীস বেগম, পৌর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক কাজী মেহেরুন্নেছা লাভলী বেগম ও যুগ্ম সম্পাদক নাজমা আক্তার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.