প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৪:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২২, ৫:৫৬ অপরাহ্ণ
ভুরুঙ্গামারীতে বিদ্যুৎ স্পৃষ্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে আবু সাঈদ (৫০) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মুনছের আলীর পুত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুন) সকাল সাড়ে আটটার দিকে ঘরে টিভির লাইন ও ইলেকট্রনিক সুইচ বোর্ড চেক করতে গিয়ে অসাবধানতাবশত ছকেটের ভিতরে হাতের নখ ঢুকে পড়লে তিনি বিদ্যুতায়িত হন। উপস্থিত উপায় না পেয়ে তার স্ত্রীর চিৎকারে বাড়ির লোকজন এসে মেইন সুইচ অফ করে আবু সাঈদকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিলখুড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF