প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২২, ৯:২৭ অপরাহ্ণ
কালিহাতীতে ধ্বংস করা হলো নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল

টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রায় ৩২ লাখ টাকার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (২ জুন) বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল হাসান জানান, উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১০ হাজার মিটার চায়না জাল ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়াও চারান বাজারের জাল ব্যবসায়ী কামার্থী গ্রামের আরফান আলীর ছেলে মজনু মিয়া (৫৫) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.