প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২২, ৮:৫০ অপরাহ্ণ
তানোরে ধর্ষণ চেষ্টার অভিযোগ করে বাদি বিপাকে

রাজশাহীর তানোরে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামারগাঁ ইউপির হাতিশাইল গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে একজনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিকে অভিযোগ তুলে নিতে আসামি ভিকটিম পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে অভিযোগ করে বিচার তো পায়নি উল্টো ভিকটিম পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাতে হাতিশাইল গ্রামের আলাম উদ্দিনের পুত্র আফজাল হোসেন মদ্যপ অবস্থায় একই গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেছে। এঘটনায় গত রবিবার ভিকটিম বাদি হয়ে আফজাল হোসেনকে আসামি করে তানোর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন। কিন্ত্ত রহস্যজনক কারণে পুলিশ অভিযোগ আমলে না নিয়ে কালক্ষেপণ করছে বলে ভিকটিম গণমাধ্যম কর্মীদের জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী বলেন, এর আগেও আফজাল এমন অপকর্ম করেছেন। কিন্তু ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহচর বলে পার পেয়ে যাচ্ছে। তারা বলেন, এবারো ইউপি চেয়ারম্যান ঘটনা ধাঁমাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। এবিষয়ে জানতে চাইলে আফজাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনা ঘটেছে ইউপি চেয়ারম্যান বিষয়টি দেখছেন।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ (০১৭১৮-৬৭৭৭১১) বলেন, এবিষয়ে তিনি কিছুই জানেন না। এবিষয়ে তানোর থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.