প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৭:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২২, ৮:১০ অপরাহ্ণ
ভুরুঙ্গামারীতে নদীতে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের কালজানী নদীতে মাছ ধরতে গিয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত কিশোরের নাম আকরাম আলী(১৩)। সে শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা কাজিয়ার চর গ্রামের ইসরাফিল আলীর পুত্র।
পারিবারিক সুত্রে জানাগেছে, মৃগী রোগে আক্রান্ত আকরাম আলী।গতকাল (১ জুন) বুধবার সন্ধার সময় অন্য সঙ্গীদের সঙ্গে কালজানী নদীতে মাছ ধরতে যায়। এ সময় তার মৃগীরোগের প্রকোপ বাড়লে নদীতে ডুবে যায়। পরে তার সঙ্গীরা খোঁজা খোঁজি করতে থাকে।
পরে সোহেল নামে এক গরুর রাখাল তার লাশ দেখতে পেয়ে আকরামের বড় ভাইকে সংবাদ দিলে তারা নদী থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কোন আপত্তি না থাকায় দাফনের অনুমতি প্রদান করে।
শিলখুড়ী ইউপি চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা প্রকাশ করেছেন।ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF