ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীকে ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীকে ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান
ভারত সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।গতকাল (২৩ ডিসেম্বর) বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ভারত সফরের শুরুতে অমর জোয়ান জয়তী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিমানবাহিনী প্রধান।
সফরে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর সঙ্গে তার সদর দফতরে সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন শেখ আব্দুল হান্নান। এর আগে তাকে ভারতীয় বিমানবাহিনী সদর দফতরে একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে।
এছাড়া ভারতের চিফ অব স্টাফ কমিটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর. হরি কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পেশাগত বিষয়ে মতবিনিময় করেছেন এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
ভারতে অবস্থানকালে বিমানবাহিনী প্রধান চন্ডিগড় ও মুম্বাইয়ে অবস্থিত বিভিন্ন সামরিক শিল্প-কারখানা ও অসামরিক স্থাপনা পরিদর্শন করেন।
এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয় আইএসপিআরে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিমানবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী এবং দুই কর্মকর্তা। ভারতীয় বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে গত ১৯ ডিসেম্বর এই সরকারি সফরে যান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF