আমরা নামে নয় কাজে বিশ্বাসী কথাটাকে বুকে ধারণ করে যশোরের একঝাঁক তরুণ তরুণী কে নিয়ে সংগঠিত হয় এফএসডিও সংগঠনটি ,এর পর থেকে আর সংগঠনটি থেমে থাকেনি দেশের যেখানে অসহায়ের আর্তনাদ সেখানেই তাদের সহযোগিতার হাত বাড়াতে দেখা যাই ৷
যশোর জেলার মণিরামপুরের সংগঠনটি আজ সিলেট জেলাতে গিয়ে শতাধিক বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতারণ করেন ৷ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাসের সাথে সহ সভাপতি দীপ্ত মন্ডল সিলেট মিশনে অংশ গ্রহণ করেন তাদের সাথে সিলেটের কিছু স্বেচ্ছাসেবক যুক্ত হন ৷
যশোর থেকে গিয়ে সিলেটে ত্রান বিতারণ করছেন কেন এমন প্রশ্নের উত্তরে সভাপতি দেব বিশ্বাস বলেন , সংগঠনের জন্মের পর থেকে আমরা কখনো কোন দল,ধর্ম,বা জেলা দেখে মানুষকে সহযোগিতা করি না,আমরা অসহাদের পাশে দাড়ায়, যে দল,ধর্ম বা জেলার অসহায় হোক না কেন আমরা তাদের আর্তনাদ শুনলেই সেখানে সহযোগিতার হাত বাড়াতে চেষ্টা করি ৷
অবশেষে দেব বিশ্বাস বলেন আমাদের সিলেট মিশন সফল করতে দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি ভালবাসা রইল ,আমরা আগামী দিন গুলিতে ও অসহায়দের পাশে দাড়াতে দেশের মহৎ মানুষ গুলির সহযোগিতা কামনা করছি ৷
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF