কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মিছিলে ছাত্রলীগের সশস্র হামলা ও গুলি বর্ষনের প্রতিবাদে আজ (২৯ মে) রবিবার সকাল ১০টা ৪৫ মিঃ ভুরুঙ্গামারী উপজেলা শাখা ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
ভুরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্র দলের শতাধিক নেতাকর্মী এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করে। মিছিলটি শহরের গুরুত্বপূণ রাস্তা প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মাইদুল ইসলাম । অন্যান্যদের মদ্ধে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সদস্য ন সচিব মাইদুল হোসাইন, যুগ্ন আহবায়ক আলআমিন কানন, সেলিম মিয়া, সুমন বাবু প্রমুখ এবং ভুরুঙ্গামারী সরকারি ডিগ্রী কলেজের ছাত্র দলের নেত্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF