হাজারো মানুষের ভালোবাসায় চির বিদায় নিলো এসএসসি ব্যাচ '৮৬র গর্বিত সদস্য আবু তাহের খায়রুল হক এটি।
কুড়িগ্রামের উলিপুরের জোনাইডাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজল হকের বড় ছেলে আবু তাহের খায়রুল হক এটি। বাবার হাত ধরে ব্যবসায় চলে যান সৌদি আরবের আল খারিজ এলাকায়। ৩৫ বছর ধরে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের অন্যতম অরাজনৈতিক বৃহৎ সংগঠন এসএসসি ব্যাচ '৮৬র গর্বিত সদস্য তিনি। বিপদে আপদে বন্ধুদের পাশে দাড়ান। গ্রামের অসহায় দরিদ্র মানুষের মাঝে তার অবদান কম নয়। এভাবেই তিনি হয়ে উঠেছিলেন অনেকের ভালোবাসার আপনজন। গত ২০ মে ভোর রাতে সৌদি আরবে রুমে অবস্থানকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক।
এদিকে তার মৃত্যুতে ভেঙ্গে পড়েন ৮৬ ব্যাচের সারা বাংলাদেশের হাজারো বন্ধু। কান্নার রোল পড়ে যায় তাদের মধ্যে। সরকারের সার্বিক সহযোগিতায় বিমানে করে তার লাশ আসে ঢাকায় ২৭ মে সকাল ১১ টা ৩০ মিনিটে। সেখান থেকে ফ্রিজার ভ্যানে করে তা উলিপুর পৌঁছে শুক্রবার(২৭ মে) রাত ১০টা ৩৫ মিনিটে। সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ৮৬'র বন্ধুদের পাশাপাশি ভালোবাসার জনগণের মাঝে কান্নার রোল পড়ে যায়।
২৮ মে সকাল ১০ টায় উলিপুর আলিয়া মাদ্রাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় ৮৬'র সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -৩ উলিপুর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা, পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে জোনাইডাঙ্গা মুন্সিপাড়া কবর স্হানে দাফন করা হয়।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন '৮৬র অন্যতম সদস্য ও রুপকার জাতীয় সংসদ ঢাকা-১৬ মিরপুর আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ , কুড়িগ্রাম -৩ উলিপুর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু।এদিকে তার মৃত্যুতে বন্ধুসভা '৮৬ উলিপুর ২ দিনের শোক পালন করছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF