বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘যৌথ কনসালটেটিভ কমিশন’ (জেসিসি) বৈঠক বাতিল করা হয়েছে। আগামী ৩০ মে এই বৈঠক হওয়ার কথা ছিল।
শনিবার (২৮ মে) ভারতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৩০ মে এর পরিবর্তে আগামী ১৮-১৯ জুন পরামর্শক কমিটির সভা হবে।’
তিনি আরো বলেন, ‘ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি। তাই আমরা মনে করি, সোমবারের (৩০ মে) বৈঠক পিছিয়ে দিতে পারি।’
উল্লেখ্য, নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (২৭ মে) ভারত সফরে যান।
দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান ও আগামীর বিষয় নিয়ে চলতি মাসের ৩০ তারিখ পরামর্শক কমিটির বৈঠকে বসার কথা ছিল। তবে কি কারণে বৈঠকের তারিখ পরিবর্তন হয়েছে, তা জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF