প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৮:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২২, ৬:২৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬১ নেতাকর্মীর পদত্যাগ
চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি থেকে ৬১ জন নেতাকর্মী পদত্যাগ করেছে। গতকাল (২৬ মে) বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে একটি চাইনিজ রেষ্টুরেন্টে সাংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন নেতাকর্মীরা।
এ সময় লিখিত বক্তব্যে নাচোল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুক হক বলেন, দীর্ঘ ২৫ বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে যাদের নূন্যতম সম্পর্ক নেই, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানে শীষের বিপক্ষে জামায়াতে ইসলামী ও আওয়ামীলীগ পক্ষে প্রকাশ্যে সভাসমাবেশে উপস্থিত থেকে নির্বাচন করেছেন, এমন বিতর্কিত ব্যক্তিদের নবগঠিত আহবায়ক কমিটির বিভিন্ন পদে নেতৃত্ব দেওয়ার কারণে তারা পদত্যাগ করছেন।
তিনি আরো বলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর নেতৃত্বে সাম্প্রতিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এক কর্মীর কথোপকথনের অডিও প্রকাশ হয়। যেখানে কমিটির বিভিন্ন পদ পাইয়ে দেওয়ার নাম করে অর্থবৃত্তের সন্ধান করা হয়।
এছাড়াও জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া গোমস্তাপুর পৌর কমিটির গঠন কেন্দ্র করে অর্থ লেনদেন করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এতে করে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের চেন অব কমান্ড ভেঙ্গে পড়ছে বলে মনে করেন তিনি।তৃণমূলের মতামতের ভিত্তিতে ত্যাগী পরিক্ষিত নেতাদের নিয়ে কমিটি গঠন গঠন করার দাবি জানান পদত্যাগীরা।
এ সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা বিএনপির সহসভাপতি ও নবগঠিত আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য নুর মোহাম্মদ, সহিদুল ইসলাম, আব্দুল রাজ্জাকসহ জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF