২৬ শে মে ২০২২ ইং তারিখে মুখে অনেক হাসি নিয়ে পরিবারের স্বজনদের দু'মুঠো ডাল ভাত খাওয়ানোর জন্য,বাড়ি থেকে বের হয়ে এসেছিল একটি ভ্যান চালক।
প্রতিদিনের মতো সে ভ্যান গাড়ি চালিয়ে বাবা মা জন্য , খাদ্য নিয়ে যাবে আর সেই আশায় পথ চেয়ে আছে তার মা ও বাবা । তবে আশা আর পূরণ হলো না। ২৬শে মে বৃহস্পতিবার আনুমানিক দুপুর দেড়টার সময় পাবনার সিরাজগঞ্জ কাশিনাথপুর মহাসড়কের সাথিয়া থানার সাটিয়াকোলা চারাবটতলা নামক স্থানে একলাছ নামের ১৫ বছরের এক ভ্যাঞ্চালক নিহত হয়েছে।
নিহত একলাছ আমিনপুরের আব্দুস সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীর মতে জানা যায়, ভ্যান চালক একলাছ বেড়া থেকে কাশিনাথপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই মারা যায় ওই ভ্যান চালক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের সজনেরা, ফায়ার সার্ভিসের কর্মী এবং থানা ও হাইওয়ে পুলিশ।
এসময় নিহতের সজন্দের আহাজারিতে ভারি হয়ে ওঠে সেখানেকার পরিবেশ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF