দেশজুড়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার তাপমাত্রা দু-এক ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ শহীদুল ইসলাম বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। কিছু কিছু স্থানে মৌসুমি বায়ু এখন বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। যখন অতিক্রম করবে তখন বৃষ্টি হবে। এ ছাড়া তাপমাত্রা কিছুটা কমবে। তবে খুলনা বিভাগে তাপমাত্রা একই থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF