নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রাত্রা গ্রামে স্ত্রীর সঙ্গে অভিমান করে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তার নাম শফিকুল ইসলাম। তিনি রাত্রা গ্রামের গোলাম রব্বানীর ছেলে। পুলিশ আজ সোমবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কাকৈরগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাচ্চু তালুকদার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শুনেছি ওই যুবকের স্ত্রী প্রায় আট মাস আগে তাকে রেখে ঢাকায় গার্মেন্টে চাকরি করতে চলে যান। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করে তিনি ব্যর্থ হন। সেই দুঃখে তিনি বিষপান করে মারা যান।
জানা গেছে, ওই যুবক রবিবার রাত ২টার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে স্ত্রীর সঙ্গে অভিমান করে ওই দিন দুপুরে তিনি বাড়িতে বিষপান করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, বিষপানে অসুস্থ শফিকুল ইসলাম নামে এক যুবক গত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।
দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ওই যুবক মনের দুঃখে বিষপান করেছে বলে জানা গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF