ধান ও গমের চাইতে বেশি পুষ্টিগুন সমৃদ্ধ, ভুট্টা চাষাবাদে সুবিধা,পরিশ্রম কম ও অল্প খরচে অধিক লাভ হওয়ায় জেলায় চলতি মৌসুমে ভুট্টা চাষাবাদে ব্যপক আকারে ঝুকে পরেছে কৃষক ।
কৃষিবিভাগের পরামর্শ ও আবহাওয়া অনুকুলে থাকায় এবার ফলনও হয়েছে বাম্পার।সেই সাথে ভালো দাম পাওয়ায় ভীষন খুশিএখানকার কৃষক।
সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনিবাড়ী গ্রামের নরেশ চন্দ্র রায় বলেন ভুট্টা আবাদ করি ১একর, লক্ষীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের কৃষক মো: ইয়াকুব আলী ১ একর দুই বিঘা জমিতে ভুট্টা নাগাছি বিঘা প্রতি খরচ ৮ হাজার টাকা,ফলন ৩৩ শতাংশে নিম্নে পঞ্চাশ মনের উপরে হবে বর্তমান দামও ভালো প্রতি কেজি ২৬ হতে ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আশা কচ্ছি এবার ভালো লাভ হবে ।
নীঃসদর চওড়া ইউনিয়নের কৃষক, দিলীপ রায় দুই বিঘা(৬৬ শতাংশ)ডোমার বোরাগাড়ী ইউনিয়নের ব্রজগোপাল রায় ১ একর ৩৩ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেন এবং বলেন এবারের যে বাজার এ কারনেই আগামী আবাদের পরিমাণ আরো বাড়িবে।
ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের কৃষক আলতাফ হোসেন বলেন বালুমাটিতে কিছুই হতোনা সেই পতিত জমিতে এখন প্রচুর পরিমানে ভুট্টা আবাদ হচ্ছে মানুষের অভাব আরনাই বর্তমানে
প্রতি কেজি ভুট্টা প্রায়২৬ হতে ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাছাড়া এবার বিঘাপ্রতি ফলন ৪৫ হতে ৫৫ মনের উপড়ে এজন্য ভালো পোষাবে।
এ বিষয়ে কথা হলে নীলফামারী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক(ডিডি)আবু কক্কর সিদ্দিক বলেন, এবার জেলায় ২৩ হাজার ৪৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষমাত্রা ছিল। স্বল্প খরচে চাষাবাদ ও অধিক লাভজনক হওয়ায় কৃষকের কাছে ভুট্টা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যার দরুন এবার লক্ষমাত্রার চেয়ে ১৫ হেক্টর অতিরিক্ত ভুট্টা চাষাবাদ হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF