টাঙ্গাইলের মির্জাপুরে আগামী ১৫ জুন ছয় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ছয়টিতে আ.লীগের মনোনয়ন চুড়ান্ত হয়েছে।
শুক্রবার সন্ধায় আ.লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড এই সিদ্ধান্ত দেয়।
মনোনয়ন প্রাপ্তরা হলেন, বহুরিয়ায় সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, লতিফপুরে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন, ভাওড়া বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন, ফতেপুর বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ, আজগানা আব্দুল কাদের সিকদার ও তরফপুর ইউপিতে ইউনিয়ন আ.লীগ সভখাপতি নাজিম মোল্লা।
দলীয় মনোনয়ন প্রাপ্তদের স্বাগত জানিয়ে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, তৃণমুলের জরিপের ভিত্তিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাদের মনোনয়ন দিয়েছেন আমদের সকলের প্রচেষ্টয় তাদেরকে বিজয়ী করতে সক্ষম হব। তবে বিদ্রোহীদের ব্যাপারে দল কটোর অবস্থানে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.