নরসিংদীর রায়পুরা পৌরসভার হাসিমপুর মৌলভী বাজারে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনায় মাছ বাজারের মুদি দোকান সহ ৮ টি দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রায়পুরা পৌর এলাকার হাসিমপুর মৌলভীবাজারে এ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এই অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, মধ্যরাতে বাজারে আগুন দেখতে পেয়ে তারা সাথে সাথে রায়পুরা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই চালের গোডাউন, মাছের আড়তসহ ৮টি দোকান ভস্মীভ‚ত হয়ে যায়। মালামালসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতির ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে পিযুশ পাল মুদির দোকান, আবুল মিয়া চালের গোডাউন, অনুক‚ল মাছের আড়ত, ইনফল মিয়ার হার্ডওয়্যারের দোকান, হোসেন মিয়ার মুদির দোকান, রেহমান মিয়ার বস্তা ঠোঙার কারখানা ও লিটন মিয়ার মুদি দোকান। রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মানজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাÐের স‚ত্রপাত হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত স‚ত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.