মৌলভীবাজারে সড়কে অনিয়ন্ত্রিত দ্রুতগামী যান চলাচল নিয়ন্ত্রণ ও অরাজকতা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
রোববার বিকেলে মৌলভীবাজার শহরে জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় অনিয়ন্ত্রিত চালক, হেলমেট বিহীন, লাইসেন্স না থাকার অপরাধে ১৫ ব্যক্তিকে ১৫ হাজার টাকার অর্থদন্ড প্রধান করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মৌলভীবাজার জেলা শহরের কুসুমবাগ পয়েন্টে মটর আইন অমান্যের অপরাধে ১৫ জন ব্যক্তিকে অর্থদন্ড দেওয়া হয়। এবং দন্ডের ১৫ হাজার টাকা তাৎক্ষনিক আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহ যোগিতা করেন জেলা পুলিশের একটি দল।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.