নরসিংদীর রায়পুরায় ঢাকা-চট্রগ্রাম রেলপথের রায়পুরায় ঢাকা অভিমুখি একটি মালবাহী কেন্টিনার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার(০৮মে) সকালে উপজেলার শ্রীনিধি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে চান্দেরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে স্টেশন কতৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে মালবাহী একটি ট্রেন ছেড়ে আসে। রবিবার সকালে ট্রেনটি নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে চান্দেরকান্দি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকায় পৌছালে ইঞ্জিনের পেছনের বগির সামনের সারির দুটি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে সকাল ১১ টায় আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন পৌঁছে কাজ শুরু করে।
নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা জানান, কিভাবে ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নই আমরা। তবে স্টেশনের বিকল্প লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। মালবাহী ওই ট্রেন স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF