চায়ের দেশ মৌলভীবাজারের দর্শনীয় বিভিন্ন স্থানে পর্যটকদের নিরাপত্তা ও ঈদের ছুটি শেষে কর্মস্থলে নিরাপদে পৌছাতে সড়কে কাজ করছে জেলা পুলিশ। ঈদের দিন থেকে জেলার চায়ের রাজধানী শ্রীমঙ্গল ও কমলঞ্জের দর্শনীয় বিভিন্নস্থানে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সং¯িøষ্ট থানার পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের তৎপরতা দেখা গেছে। ছুটি শেষে মানুষ যেনো নির্ভিগ্নে গন্তব্যে পৌছাতে পারে এর জন্য বিভিন্ন সড়কে ট্রাফিক বিভাগ ও পুলিশ যৌথভাবে কাজ করছে। পর্যটন জেলা মৌলভীবাজারে দেশের বিভিন্ন স্থান থেকে রেকর্ড পরিমান পর্যটকের আগমন ঘটে।
শুক্রবার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে জেলার বিভিন্ন এলাকায় ট্রাফিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়। অবৈধ ও বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা ট্রাফিক বিভাগ। এছাড়াও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ এ বিষয়টি মাঠ পর্যায়ে সরাসরি তদারকিতে রয়েছেন। এছাড়া আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন স্পটগুলো ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সক্রীয় রয়েছে গোয়েন্দা নজরদারি। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়র নেতৃত্বে সার্বিক তদারকি করছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন মাঠে সক্রীয়ভাবে কাজ করছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF