জাফলংয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় জড়িত দুই জনসহ ৫জনকে আটক করেছে পুলিশ।
ভিডিও ফেটেজ দেখে ঘটনার সাথে জড়িত উপজেলার পন্নগ্রামের মৃত রাখাল চন্দ্র দাসের ছেলে লক্ষ্মণ চন্দ্র দাস (২১) ও একই উপজেলার ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সেলিম আহমেদ (২০)সহ ৫জনকে আটক করা হয়। বৃহস্পতিবার এক দল পর্যটকের ছবি তোলে টাকা বেশি দাবি করে পর্যটকদের জি¤œ করে রাখে। এক পর্যায়ে পর্যটকদের উপর হামলা করে একদল সেচ্ছা সেবক নামধারী।
স্থানীয়রা জানান, প্রতিবার ঈদসহ নানান উৎসবের দিন আসলেই টিকিট বিক্রি ও ছবি তোলার নামে পর্যটকদের জি¤িœ করে চাঁদাবাজি করে আসছিল কতিপয় সেচ্ছাসেবী নামধারীরা । একটি ছবি তুলার কথা বল্লে অনেকগুলো ছবি তোলে পর্যটকদের জিম্মি করে এক হাজার থেকে ১৫শ’ দুই হাজার টাকা পর্যন্ত দাবি করে বসে। এরক এক ঘটনায় পর্যটকদের সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে পর্যটকদের ওপর অতর্কিত হামলা চালায়। লাঠি দিয়ে পর্যটকদের বেধড়হক পেটায়। হামলাকারীরা নারী পর্যটকদের মারধরসহ লাঞ্চিত করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান, ভিডিও ফুটেজ দেখে পর্যটকদের ওপর হামলার ঘটনার মূল হোতা দুইজনসহ মোট ৫জনকে আটক করা হয়েছে। এঘটনার সাথে জড়িত বাকীদের শনাক্ত করা হয়েছে। তাদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF