নরসিংদী-৫রায়পুরা আসনের বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর নেতৃত্বে দুটি সংগঠনের উদ্যোগে পৃথকস্থানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবারে নরসিংদী-৫ রায়পুরা আসনের বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর নেতৃত্বে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং কেন্দ্রীয় ছাত্রদলের সদ্য সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল এর নেতৃত্বে শ্রীনগর ইউনিয়নের ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর নেতৃত্বে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির সহসভাপতি হযরত আলী ভুইয়া, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব,উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক সহ স্থানীয় বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
অপর দিকে ইকবাল হোসেন শ্যামল এর নেতৃত্বে শ্রীনগর ইউনিয়ন ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ সহ উপস্থিত আরো অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF