নরসিংদীতে মাধবদীর নওয়াপাড়া এলাকায় প্রতিষ্ঠিত জজ ভূইয়া গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠান জজ ভূইয়া স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (২মে) সকাল ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জজ ভূইয়া গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠান জজ ভূইয়া স্পিনিং মিলে অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রæত ফায়ার সার্ভিস পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম জানান, জজ ভূইয়া স্পিনিং মিলে আগুন লাগেছে এ খবর পাওয়ার সাথে সাথে নরসিংদী থেকে তিনটি ইউনিট, মাধবদী থেকে দুটি ইউনিট ও পলাশ থেকে ১টি ইউনিট প্রায় দুইঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরো জানান, ঈদের ছুটিতে মিলের শ্রমিকরা চলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে । কারখানাটি যেহেতু স্পিনিং মিল তাই আগুন লাগার সাথে সাথে আগুনের লেলিহাল শিখা দ্রæত চারদিকে ছড়িয়ে পড়ে। মিলের মূল্যবান যস্ত্রাংশ, তুলা ও কাপড়সহ প্রায় শতাধিক মেশিন পুড়ে গেছে।
আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর সম্পূর্ণভাবে ডাম্পিং করতে আরো একঘণ্টা সময় লেগেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF