হৃদরোগে আক্রান্ত সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানিকে ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (২ মে) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সোহেল সানির হাতে এ সঞ্চয়পত্র তুলে দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি এক ব্রিফিং এ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সোহেল সানির আরও উন্নত চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবেন এবং শুরু থেকেই তার চিকিৎসার খোঁজখবর রাখছেন।
উল্লেখ্য দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ ইতিমধ্যে সাংবাদিক সোহেল সানির পাশে দাঁড়ায়।
গত ১৫ মার্চ বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে পদার্পণ অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও পরবর্তীতে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে Angiogram করা হলে তার হার্টে ৪টি ব্লক ধরা পড়ে। ইতিমধ্যে তার হার্টে রিং বসানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF