এইটুকু সহযোগীতাই বা কতজনে করে? তাদের ওসিলাতে আমাদের ঈদটা সুন্দরভাবে কাটে। প্রত্যেক ঈদে বিত্তবানদের তাদের সহযোগীতায় আমরা ঈদে ভালো কিছু খেতে পারি এতেই অনেক কিছু। শুক্রবার (২৯ এপ্রিল) নরসিংদীর রায়পুরায় মনিপুরা সমাজসেবী সংগঠন “স্বপ্ন বহুদুর মানব কল্যাণ সংগঠন” এর পক্ষ থেকে হত দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী অনুষ্ঠান থেকে নগদ অর্থ ও ঈদ উপহার পেয়ে খুশিতে আত্নহারা হয়ে এমনই মন্তব্য করেন একজন উপকারভোগী।
নরসিংদী উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরা বাজারে “স্বপ্ন বহুদুর মানব কল্যাণ সংগঠন” এর সভাপতি কাজল প্রধান এর সভাপতিত্বে হাইরমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা.কবির হোসেন উপস্থিত থেকে সংগঠনের লোকদের নিয়ে ২৫০ জন হত দরিদ্র সুবিধাভোগীদের মাঝে নিজ হাতে নগদ অর্থ ও এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
স্বপ্ন বহুদুর মানব কল্যাণ সংগঠনের সাধারন সম্পাদক মাহবুব সিকদারের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন “স্বপ্ন বহুদুর মানব কল্যাণ সংগঠন” এর পরিচালক মামুন শিকদার, কোষাধ্যক্ষ আবদুস ছাত্তার। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কর্মী মামুন সিকদার, কাজল প্রধান, মাহবুব সিকদার, আববদুস ছাত্তার, সোহাগ মিয়া, মোক্তার হোসেন, জাকির হোসেন, পারভেজ তালুকদার, আপেল মাহমুদ, আলফাজ মিয়া, সায়মন আহমেদ, জাকির সিকদার, আলামিন মিয়া সহ আরো অনেকে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন উপকারভোগী বলেন, আমরা সমাজে অবহেলিত, বিত্তবানরা না এগিয়ে আসলে আমাদের ঈদ খুবই কষ্টে কাটাতে হয়। স্বপ্ন বহুদুর মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে আজ আমরা নগদ টাকা সহ ঈদ উপহার পেয়ে খুবই আনন্দিত হয়েছি। তারা যতটুকুই আমাদের সহযোগীতা করেছে তাতেই আমরা সন্তুষ্ট। এতটুকুই বা কে করে ?
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF