গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় সিএনজি চালক মাসুম মিয়া (৩৫) নিহত হয়েছেন। এ সময় সিএনজিতে থাকা আরো ২ যাত্রী আহত হন।
শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট সড়কের বাগদা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত মাসুম মিয়া উপজেলার হরিপুর গ্রামের আব্দুল খালেক মিয়ার পুত্র।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ হোসেন দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৫টার দিকে বাগদা বাজারের অদুরে দিনাজপুরমুখী একটি ট্রাকের পিছনে একই দিকে যাওয়ায় সময় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সা (সিরাজগঞ্জÑথ১১-০৬৫০) সজোওে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজিতে আটকাপড়া চালক মাসুম ঘটনাস্থলেই নিহত এবং ২ যাত্রী আহত হন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারকরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF