ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মিম নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল (২৭ এপ্রিল) বুধবার সকাল ১১টার দিকে উপজেলার হাজির হাট ইউনিয়নের চর যতিন গ্রামে এ ঘটনা ঘটে। মিম ওই গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহমেদ গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে পরিবারের সকলের অগোচরে মিম বাড়ির পুকুরের পানিতে খেলতে গিয়ে পড়ে যায়। দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করছিলেন।
একপর্যায়ে মিমের মা পুকুরে গিয়ে তার ভাসমান লাশ দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. নাঈম হাসনাত তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF