প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৪:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২২, ১২:১৮ পূর্বাহ্ণ
পটুয়াখালী পৌরসভার ২০৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ঈদ সম্মানি প্রদান
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর পৃষ্ঠ পোষকতায় পৌর সভার আয়োজনে এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে পৌরসভাধীন ১১৭ টি জামে মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদ শুভেচ্ছা স্বরূপ সম্মানী প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদলের পরিচালনায় পৌরসভাধীন ১১৭ টি জামে মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদ শুভেচ্ছা স্বরূপ সম্মানী প্রদান করেন মেয়র মহিউদ্দিন আহম্মেদ।
এ সময় বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, সাধারন সম্পাদক মুসলিমপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, প্যানেল মেয়র মো. দেলোয়ার হোসেন, প্যানেল মেয়র এস এম ফারুক মৃধা, কাউন্সিলর এসএম মতিন মাহমুদ জাহিদ সিকদার প্রমুখ। মঞ্চে উপবিষ্ঠ ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এ্যাডভোকেট মো. হাফিজুর রহমান হাফিজসহ অন্যান্য কর্মকর্তা ও কাউন্সিলারবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF