মৌলভীবাজারের রাজনগরে কুরআন নাযিলের মাস পবিত্র মাহে রামাদ্বানে ‘সেরা প্রতিভা সন্ধানে’ কুরআন ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রবাসী মোহাম্মদ ফেরদৌস রহমানের অর্থায়নে এই প্রতিযোগতায় উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। রাজনগর মোহাম্মদীয়া আলিয়া মাদরাসায় বুধবার বিকেলে প্রতিযোগতার সমাপনী, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজনগর সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার সহ-সভাপতি আব্দুল কাদির, সেক্রেটারী ও ইউপি সদস্য দেলওয়ার হোসাইন বাবলু, ভারপ্রাপ্ত সুপার ফরিদ উদ্দিন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সহ-সভাপতি আব্দুল আজিজ, মাদরাসার সদস্য আব্দুল মুত্তাকিন শিপলু প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের নগদ অর্থ, ক্রেস্ট, মেডেল বিতরণ করা হয়। এছাড়া ষষ্ঠ স্থান অর্জনকারী পর্যন্ত বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF