মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামি গ্রেফতার হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের সার্বিক দিক নির্দেশনায় এএসআই নৃপেশ দেব সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রাম থেকে জিআর ১৪৯/২০১৯(কুলাউড়া) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি সারোয়ার মিয়াকে গ্রেফতার করে।
সারোয়ার মিয়া কুলাউড়া থানার কলিমাবাদ গ্রামের হাজী মোস্তফা মিয়ার ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF