মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাইকৃত মোবাইল ফোনসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদারের সার্বিক নির্দেশে পুলিশের একটি টিম শহরের সিন্দুরখান রোডে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোনসেটসহ দুই চোরকে আটক করেন।
অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের দেয়া তথ্য মতে এই চোর চক্রের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.