কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাত এক আসামি গ্রেফতার হয়েছে।
সোমবার ( ২৫ এপ্রিল) রাতে কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাস সঙ্গীয় ফোর্সসহ জিআর-২৫৩/১৪ (কমলগঞ্জ) এর ৬ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী আবেদ আলীকে হবিগঞ্জ জেলার বাহুবল থেকে গ্রেফতার করতে সক্ষম হন।
আসামী আবেদ আলী হবিগঞ্জ জেলার বাহুবল থানার ডোমগাঁও গ্রামের রহমত আলীর ছেলে। সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার কুমড়াকাপন গ্রামে বসবাস করতো।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান জানান, কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.